Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভা সমূহ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
৯নং খুনিয়াপালং ইউনিয়ন পরিষদ
ডাকঘর ঃ রাবেতা, উপজেলা ঃ রামু, জেলা ঃ কক্সবাজার।
চেয়ারম্যান ঃ আবদুল মাবুদ (সাংবাদিক)

সূত্র ঃ                                                                                                                                         তারিখ ঃ...........................

অক্টোবর/২০১২ ইং মাসে অনুষ্ঠিত খুনিয়াপালং ইউনিয়ন আইন শৃঙ্খলা কমিটির সভার কার্যবিবরণীর অনুলিপি ঃ

সভাপতি ঃ জনাব আবদুল মাবুদ (সাংবাদিক), চেয়ারম্যান।
সভার তারিখ ও সময় ঃ ০৪/১০/২০১২ইং, সকাল-১০ ঘটিকা।     
সভার স্থান ঃ ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষ।

ক্রমিক নং:

উপস্থিত সদস্যগণের নাম

০১.

জনাব আবদুল মাবুদ   চেয়ারম্যান

০২.

,,    মোঃ আলমগীর  ছোট্ট্র    এম.ইউ.পি.

০৩

,,   লিয়াকত আলী                   ,,

০৪

,,    হাবিবুর রহমান                 ,,

০৫

,,    আবু তাহের                      ,,

০৬

,,    জসিম উদ্দিন                    ,,

০৭

,,    নজির আহমদ                   ,,

০৮

,,   মো: জকরিয়া                    ,,

০৯

,,    ছৈয়দ আলম সুলতন            ,,

১০

,,     নুরুল আলম নুরু              ,,

১১

জনাবা  জেবুন্নেছা কাকলী           ,,

১২

,,   মাহবুবা ইয়াসমিন চৌধুরী      ,,

১৩      

,,     রেহেনা আকতার                 ,,

আলোচ্য বিষয়                     


                                  
অদ্যকার সভায় সম্মানিত চেয়ারম্যান জনাব আবদুল মাবুদ (সাংবাদিক) সাহেবের সভাপতিত্বে এবং পবিত্র কোরান তেলাওয়াতের মাধ্যমে শুরু করা হয় ।
১।   বিগত সভায় কার্যবিবরনী পাঠ ও অনুমোদন ।
    সভার শুরুতে সভাপতি মহোদয়ের আহবানে ইউ,পি সচিব জনাব আলতাজ উদ্দিন আহামদ উপস্তিত সবাইকে বিগত সভার কার্যবিবরনী পাঠ করিয়া শুনানোর পর কাহারও কোন প্রকার আপত্তি না থাকায় তাহা সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয় ।
১। বিগত সভায় কার্যাবিবরণী পাঠ ও অনুমোদন
    সভার শুরুতে সভাপতি মহোদয়ের আহবানে ইউপি সচিব জনাব আলতাজ আহমদ উপস্থিত বিগত সভার কার্যবিবরণী পাঠ করিয়া শুনানোর পর কাহারও কোন প্রকার আপত্তি না থাকায় সর্ব সম্মতিক্রমে অনুমোদন করা হয়।
২। ইউনিয়নের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্বন্ধে আলোচনা
    সভাপতি মহোদয় সকরের দৃষ্টি আকর্ষণ পূর্বক ইউনিয়নের আইশ-শৃঙ্খলা পরিস্থিতি সম্বন্ধে সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য ও সদস্যাগণের নিকট হইতে জানিতে চাইলে ১নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব মোঃ আলমগীর ছোট্টু জানান যে, চিতাখলা এলাকার ১। খুরশিদা বেগম, স্বামী-সোনা মিয়া, ২। শাবনুর স্বামী-ফরিদ আলম, ৩। রেখা আক্তার স্বামী-মহিউদ্দিন, ৪। সুলতানা স্বামী-হোছন আহমদ দেহ ব্যবসায় লিপ্ত থাকায় উঠতি বয়সী যুবক সহ বিভিন্ন খারাপ প্রকৃতির মানুষ তাদের বাড়িতে যাওয়া আসা করায় এলাকার সামাজিক পরিবেশের দিন দিন অবনতি ঘটিতেছে। তাই এ ব্যাপারে জরুরী ভিত্তিতে আইনগত পদক্ষেপ  নেওয়া প্রয়োজন।
২নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব লিয়াকত আলী জানান যে, তাহার ওয়ার্ডের কচুবনিয়া এলাকায় ১। মিজানুর রহমান পিতা-নুর আহমদ, ২। মছন আলী পিতা-মৃত আবুল হোসেন, ৩। রাহমুতুল্লাহ পিতা-মৃত নুর আহমদ সব সময় মদ্য পান করতঃ চুরি-ডাকাতিসহ বিভিন্ন অসামাজিক কাজে জড়িত থাকে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
৩নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব হাবিবুর রহমান জানান যে, আপাতত তাহার ওয়ার্ডে কোন সমস্যা নেই। ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব আবু তাহের জানান যে, তাহার ওয়ার্ডের পূর্ব ধেছুয়াপালং তেলখলা এলাকার ১। বাদশা মিয়া, পিতা-মৃত আবু তাহের, ২। আবদু শুক্কুর, পিতা-কানা ফকির  এবং আবুল বন্দর এলাকার ৩। কবির আহমদ পিতা-মৃত আলী আহমদ এলাকার চিহ্নিত ডাকাত বিভিন্ন এলাকায় গিয়া ডাকাতি সংগঠিত করিয়া আসিতেছে। তাই তাহাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
৫নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব জসিম উদ্দিন জানান যে, তাহার এলাকায় আপাতত কোন সমস্যা নেই। ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব নজির আহমদ জানান যে, তাহার ওয়ার্ডের নয়াপাড়া ধোয়াপালং এলাকার ১। আবদুল করিম পিতা-নুরুল ইসলাম, ২। নুরুল হক পিতা-মৃত হাকীম আলী এলাকার চুরি ডাকাতির কাজে ব্যস্ত থাকে। কেহ প্রতিবাদ করিলে মারিবে কাটিবে বলিয়া হুমকি প্রদান করে।
৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জকরিয়া জানান যে, তাহার ওয়ার্ডে আপাতত কোন সমস্যা নেই।
৮নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব ছৈয়দ আলম সুলতান জানান যে, তাহার ওয়ার্ডের পশ্চিম গোয়ালিয়াপালং এলাকায় ১। মিজানুর রহমান পিতা-সিরাজ উল্লাহ, ২। থাইংগাকাটা নিবাসী মোস্তাক আহমদ পিতা-বশির আহমদ ৩। মোক্তার মিয়া (মিন্টু) পিতা- জানা নাই, ৪। আবুল কালাম (আবু), পিতা-ছৈয়দুল্লাহ বেআইনী অস্ত্রধারী ডাকাত ও সন্ত্রাসী। তাহাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।  
৯নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব নুরুল আলম নুরু জানান যে, তাহার ওয়ার্ডে আপাতত কোন সমস্যা নাই।
সিদ্ধান্ত ঃ
বিস্তারিত আলোচনান্তে বর্ণিত বিষয়াদির ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অত্র সভা কার্যবিবরণী সহ উপজেলা নির্বাহী অফিসার রামু, কক্সবাজার মহোদয়ের বরাবরে প্রেরণের জন্য সম্মানিত চেয়ারম্যান সাহেবকে অনুরোধ সহকারে উক্ত প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
অদ্যকার সভায় আর অন্য কোন আলোচ্য বিষয় না থাকায় সভাপতি মহোদয় উপস্থিত সবাইকে ধন্যবাদান্তে সভা সমাপ্তি ঘোষণা করেন।
                                                সভাপতি

স্মারক নং-     /কেইউপি/১/(     )/২০১২ তারিখ-
অনুলিপি ঃ সদয় অবগতির ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হইল ।
১। উপজেলা নির্বাহী অফিসার, রামু, কক্সবাজার।
২। ভারপ্রাপ্ত কর্মকর্তা, রামু থানা, কক্সবাজার।
৩। সংরক্ষণ কপি।