বর্তমান খুনিয়াপালংয়ের যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত। স্থলেই হচ্ছে যোগাযোগের প্রধান মাধ্যম।
সড়ক পথে-
ঢাকা
ঢাকা-চট্রগ্রাম জাতীয় মহাসড়ক পথে সরাসরি কক্সবাজার র্টামিনাল।র্টামিনাল হতে সিএনজি /গাড়ি যোগে খুনিয়াপালং ইউনিয়ন পরিষদ ১৮ কিলোমিটার।
রামু উপজেলা অনেক আগে থেকে খুনিয়াপালং ইউনিয়ন থেকে রামু উপজেলায় সরাসরি যোগাযোগ সহজ। দুই দিক দিয়ে যাওয়া যায় রামু উপজেলা। উপজেলা পরিষদ থেকে সিএনজি /গাড়ি যোগে খুনিয়াপালং ইউনিয়ন পরিষদ ১৬ কিলোমিটার । (ভাড়া মাইক্রো যোগ ২৫ ও সিনজি যোগে ৩০)টাকা। এছাড়া একটু দূর হতে হলেও কক্সবাজার আরাকান সড়ক দিয়েও যাতায়াত করা যায়। আরাম আয়েশ হলেও ওদিক দিকে রামু উপজেলায় আসা/যাওয়া ব্যয়বহুল। রামু উপজেলা থেকে প্রথমে ১৫/২০ টাকা দিয়ে লিংকরোড গিয়ে সেখান থেকে সিএনজি, বাস, মিনিবাস মাইক্রোবাসের মাধ্যমে বিভিন্ন রকমের ভাড়া দিয়ে খুনিয়াপালং ইউনিয়ন পরিষদে যাওয়া যায়।
যেমন লিংকরোড থেকে সিএনজি-৩০ টাকা।
মাইক্রোবাস-২০ টাকা।
জীপ-১৫ টাকা।
বাস-২০ টাকা।
মিনিবাস (সী-লাইন, কক্স লাইন ইত্যাদি)-৩০টাকা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস