Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

খুনিয়াপালং ইউনিয়নের ইতিহাস

পর্যটন নগরী কক্সবাজারের অত্যন্ত সস্ভাবনাময় নান্দনিক ইউনিয়ন খুনিয়াপালং। রামু উপজেলার আয়তনে সবচেয়ে বড় এ ইউনিয়নটি অপরূপ সৌন্দর্য্যে বেষ্টিত। উখিয়া উপজেলা, নাইক্ষ্যংছড়ি উপজেলা ও কক্সবাজার সদর উপজেলার সাথে সংযুক্ত উক্ত ইউনিয়নটি। উক্ত ইউনিয়নে পশ্চিমে রয়েছে পর্যটক খোরাক মেটানো অন্যতম পর্যটন স্পট হিমছড়ি ঝর্ণা। এছাড়া পর্যটকরা এখানকার বড় বড় পাহাড়  দেখেো মুগ্ধ হন। হিমছড়ি ঝর্ণা পশ্চিম পাশেই রয়েছে বঙ্গোপসাগর। যা পাহাড় থেকে দেখলে খুব আকর্ষণীয় মনে হয়। কালের আবর্তে প্রকৃতির পরির্বতনের ফলে ধীরে ধীরে ভূখন্ডের আয়াতন বাড়তে থাকে,গডে উঠে বিরাট উপকুল। জানা যায়, অনেক আগে এখানে মি. খুনি নামে এক লোক বসবাস করতেন। আর তার নামানুসারে উক্ত ইউনিয়নের নাম হয় খুনিয়াপালং।