কনটেন্টটি শেয়ার করতে ক্লিক করুন
রামু উপজেলার আয়তনে সবচেয়ে বড় ইউনিয়ন খুনিয়াপালং ইউনিয়ন। রয়েছে নানান দর্শনীয় স্থান। এরমধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে পর্যটকদের খোরাক মেটানো হিমছড়ি ঝর্ণা। যেখানে এসে পর্যটকরা তাদের মনের খোরাক মেটায়। গ্রীষ্ম, বর্ষা, হেমন্ত যেখনো ঋতুই আসুক না এ হিমছড়ি ঝর্ণা অবিরাম তার স্রোত ধারা সমান গতিতে মাটিতে গড়ায়। এদিকে অনেক বৃদ্ধ লোকের কাছে জানা যায়, আসলে পাহাড়ের কান্না নাকি উক্ত স্রোত ধারা দ্বারা প্রবাহিত হয়। উক্ত হিমছড়ি ঝর্ণা কক্সবাজার সদর উপজেলার বাস টার্মিনাল হতে মেরিন ড্রাইব সড়কে মাত্র ৪/৫ কিলোমিটারের মধ্যে অবস্থিত। বাস টার্মিনাল হতে বিভিন্ন সড়ক পথের গাড়ি যেমন সী-লাইন, সিএনজি ইত্যাদি যোগে যাওয়া যায় উক্ত হিমছড়ি ঝর্ণা দেখতে।
এছাড়া বঙ্গোপসাগর, রামু সেনানিবাস, দরিয়ানগর, সামুদ্রিক প্রাণী জাদুর, মারমেইড ক্যাফ ইত্যাদি নতুন রূপে সাজিয়েছে খুনিয়াপালং ইউনিয়নকে। মনে হয় ইউনিয়নের মধ্যে সবচেয়ে আকর্ষনীয় ইউনিয়ন কক্সবাজার জেলার রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নটি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস